দেশের প্রত্যেক নাগরিককে আত্মনির্ভরশীল করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর থানা উত্তর আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে রিক্সা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমীর শাহ আজিজুর রহমান, সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুল হালিম, জামায়াত নেতা সগীর আহমদ ও আজিজুল হক প্রমূখ।
ড. এম আর করিম বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমূখী রাজনৈতিক দল সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আজ আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে কর্মমূখী করে আত্মনির্ভরশীল করার জন্য রিক্সা-ভ্যান বিতরণ করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি পরনির্ভরতার গ্নানী থেকে মুক্ত হয়ে সকলকে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালানোর আহবান জানান।
তিনি বলেন, মূলত, দেশে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই জামায়াতে ইসলামী দেশকে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মর্ভিরশীল, জনপ্রতিনিধিত্বশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এ কাজে সফল হলে এবং দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারলে রাষ্ট্রই জনগণের সকল সমস্যার সমাধান করবে-ইনশাআল্লাহ। তাই সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ব্যর্থ ও গণবিরোধী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় দুর্বার গণআন্দোনের মাধ্যমে বিনা ভোটের সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
মহানগরী সেক্রেটারি বলেন, মানুষ যাতে তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে সে জন্যই আল্লাহ তা’য়ালা সিয়াম পালন আমাদের জন্য অত্যাবশ্যকীয় করা হয়েছে। কিন্তু আমাদের সমাজরাষ্ট্রের প্রায় সকল ক্ষেত্রে অবক্ষয় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অথচ এদেশের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করেছন। বিশ্বের বিভিন্ন দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানো হলেও আমাদের দেশই এক্ষেত্রে ব্যতিক্রম। এমতাবস্থায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।