ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ- এর সাবেক পরিচালক, লক্ষ্মীপুর ফোরাম, ঢাকা-এর সাবেক সভাপতি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে প্রাদেশিক পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ফজলে আজিম আজ ভোর ৫ টায় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তার লাশ রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
শোকবাণী
প্রফেসর ফজলে আজিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী উত্তর সেক্রেটারি বলেন, প্রফেসর ফজলে আজিমের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন। এই বর্ষীয়ানের মৃত্যুতে আমরা একজন সত্যনিষ্ঠ ও সজ্জন ব্যক্তিকে হারালাম।
মহানগরী সেক্রেটারি মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তিনি স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।