বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব সেলিম উদ্দিন বলেন, “মহান আল্লাহ যে উদ্দেশ্যে এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, “তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য।” আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা, সেবা করা, উপকার করা। দ্বীন মানুষের কল্যাণের জন্য।
তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত মানবতার কল্যাণে নিয়োজিত মহানগরীর সমাজকল্যাণ ও স্বাস্থ্যসেবা বিভাগে আরো ১টি ফ্রিজিং লাশবাহী এম্বুলেন্স ও ১টি এয়ারকন্ডিশন এম্বুলেন্স এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ডঃ মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা ও তুরাগ উত্তর থানা সেক্রেটারি জনাব মতিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর আরো বলেন, “রাজনীতির প্রচলিত ধারাটা ভেঙে দিয়ে নতুন ধারা চালু করতে হবে। সেটি মানবকল্যাণ, মানবসেবা, স্বাস্থ্যসেবাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। জামায়াতে ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে শিক্ষার সর্বস্তরের ছাত্রদেরকে কীভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায়, মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গড়ে তোলা যায়, তার জন্য নানামুখী কর্মসূচি নিয়ে কাজ করছে। একটি রাষ্ট্র যতগুলো উইং নিয়ে কাজ করে তার প্রত্যেকটি উইং নিয়ে জামায়াতে ইসলামী কাজ করছে। জামায়াতে ইসলামী সফলভাবে এই কাজগুলো করে যাচ্ছে।”
তিনি বলেন, “মানুষের পকেটের টাকা কেড়ে নিয়ে উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব করা হচ্ছে। এরকম দুর্নীতি পুকুর চুরির ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয় পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা অন্ততপক্ষে আমার জানা নেই। ডিজিটাল সরকারের নামে ডিজিটাল চুরির বন্দোবস্ত করা হয়েছে। এই অরাজক পরিস্থিতির বিপরীতে জামায়াতে ইসলামী একদল সৎ, দক্ষ, যোগ্য ও মানবিক গুণাবলী সম্পন্ন নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরি করেছে, যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গায়। কোন আদর্শিক দলকে হত্যা করে, নির্যাতন করে, ফাঁসি দিয়ে অতীতেও দমন করা যায়নি ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
পরিশেষে মহানগরী আমীর বলেন, আমরা একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সেবা কোন বিজনেস নয়। আমাদের নিখুঁত ও সুন্দর ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হবে। জামায়াতে ইসলামী যে নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছে সেটা হলো- একটি মানবিক বাংলাদেশ বা কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা। এ মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহবান জানান।